বিমান ছাড়ার কিছুক্ষণের মধ্যে বড়সড় বিপদ। আর তার পরিণতি যে এতখানি ভয়াবহ হবে তা হয়তো কল্পনাও করা যায়নি। বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই খুলে যায় চাকা। আর সেই চাকা গিয়ে পড়ে বিমানবন্দরেই দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর। মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় সেই গাড়ির কাচ। এমনই ঘটনা ঘটল সান ফ্রান্সিসকো থেকে জাপানের উদ্দেশে রওনা দেওয়া ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান। সূত্রের খবর, ওই বিমানে ২৩৫ জন যাত্রী এবং ১৪ জন বিমানকর্মী ছিলেন।
তবে এদিন চাকা খুলে পড়ে যাওয়ার পর গন্তব্যের আগেই নিরাপদে বিমানটিকে অবতরণ করানো হয়। কিন্তু ঘটনায় কেউ আহত না হলেও ঠিক সময়ে বিষয়টি নজরে আসতেই বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ইতিমধ্যে, ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেখানেই দেখা যাচ্ছে, সান ফ্রান্সিসকো বিমানবন্দরের রানওয়ে ধরে ছুটছিল বিমানটি। কিছুক্ষণের মধ্যেই তা উপরে ওঠে। তবে এর কিছুক্ষণের মধ্যেই বিমানের পিছন দিকের একটি চাকা খুলে নীচে পড়ে যায়। চাকা খুলে যাওয়ার পর বিমানটি আর বেশি দূর এগোতে পারেনি।
এরপরই লস অ্যাঞ্জেলসের বিমানবন্দরে বহু চেষ্টার পর অবতরণ করানো হয় বিমান। তবে ঘটনার পর বিমান সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ওই বিমান ২০০২ সালে তৈরি করা হয়েছিল। কিন্তু বিমানে সবরকম প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন এমন কাণ্ড ঘটল তা জানতে শুরু হয়েছে তদন্ত। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অন্য বিমানের বন্দোবস্ত করা হয়।