আগামী ১০ মার্চ ব্রিগেডে সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সভার নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’। সেই দিনই বিজেপি পাল্টা সভার ডাক দিয়েছে। সেটা আবার সন্দেশখালিতে! সেই সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ। তবে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে তাকে।
সন্দেশখালিতে সভা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলার শুনানি ছিল। রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, এই মিটিং করতে না দিয়ে আপনারা কাকে রক্ষা করতে চাইছেন? আগে কোনও গোলমাল না থাকায় সেখানে ১৪৪ ধারাও ছিল না। কিন্তু মামলা করার আগেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। আসলে সভা আটকাতেই ১৪৪ ধারা জারি।
আদালতের তরফে জানানো হয়েছে, ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় সভা করতে পারবেন শুভেন্দু। আগামী ১০মার্চ ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সভা করতে পারবেন বিরোধী দলনেতা। তবে সভা থেকে কোনও উসকানিমূলক মন্তব্য করতে পারবেন না তিনি। এর আগেও সন্দেশখালিতে যেতে গিয়ে বার বার পুলিশের সঙ্গে বচসায় জড়ান শুভেন্দু। হাই কোর্টেরও দ্বারস্থ হন তিনি।





































































































































