লোকসভা নির্বাচনের আগেই প্রাথমিক টেটের (Primary TET Result Update 2024) ফল প্রকাশের সম্ভাবনা। আগামী সপ্তাহে মডেল উত্তরপত্র আপলোড করা হবে বলে জানা গেছে। এর উপর পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে। তারপরে ই ফল প্রকাশ করবে পর্ষদ (Primary Recruitment Board)।
গত ১০ ডিসেম্বর প্রাথমিক টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার্থী ছিলেন প্রায় ২ লক্ষ ৫০ হাজার। প্রায় তিন মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়েছে। মডেল উত্তরপত্র আপলোড করার পর সাত দিন ধরে পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে বলেই পর্ষদ সূত্রে খবর। তারপরই চলতি মাসেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। গতবার ফেব্রুয়ারি মাসের শুরুতেই ডেটের ফল প্রকাশিত হয়েছিল। তাহলে এ বছর কেন দেরি হচ্ছে? পর্ষদ আধিকারিকরা বলছেন, আদালতে নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিতে হয়েছে। এই প্রক্রিয়া নিয়ে একটা ব্যস্ততা ছিল সেই কারণেই ফল প্রকাশে সামান্য বিলম্ব হচ্ছে। যদিও স্পর্শক সভাপতি গৌতম পাল (Gautam Paul)এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেন নি।