সোনারপুরে ট্রাকের ধাক্কায় মৃত ২ বাইক আরোহী, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

0
1

ফের শহরে ভয়াবহ পথ দুর্ঘটনার (Road Accident) বলি ২! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর (Sonarpur)। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোরে কালীতলা মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। গুরুতর আহত হন আরও এক জন। তবে দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা ঘাতক ট্রাকের চালক। তাঁর খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘাতক গাড়িটিকে আটক এবং চালককে দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এলাকার রাস্তাগুলির হাল তথৈবচ। আর সেকারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। স্থানীয় সূত্রে আরও খবর, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বাইকে চড়ে কাজে যাচ্ছিলেন ভিকি এবং‌ দেবাঞ্জন মজুমদার নামে দুই যুবক। তাঁদের সঙ্গে ছিলেন আরও এক জন। কিন্তু সেই সময় উল্টো দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। রাস্তাতেই ছিটকে পড়েন তিন জন। ঘটনাস্থলেই মৃত্যু ভিকি এবং দেবাঞ্জনের।