হেফাজতে শেখ শাহজাহান! দফায় দফায় সন্দেশখালি পরিদর্শনে সিবিআই

0
1

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে বর্তমানে সিবিআই হেফাজতে (CBI Custody) রয়েছেন শেখ শাহজাহান (Seikh Sahjahan)। একদিকে যেমন তাঁকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, ঠিক তেমনই দফায় দফায় সন্দেশখালি যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার রাতে সন্দেশখালির (Sandeskhali) একাধিক জায়গা পরিদর্শন করেছেন তদন্তকারীরা। মূলত কী কারণে ইডি-র ওপর হামলা? কোন দিকে থেকে হামলাকারীরা এসেছিল? সে সব খতিয়ে দেখার জন্যই বৃহস্পতিবার রাতে পৌঁছে গিয়েছিলেন গিয়েছিলেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ির পাশাপাশি শঙ্কর আঢ্যের বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখানে চারপাশ পর্যবেক্ষণ করেন তাঁরা। গত ৫ জানুয়ারি ওই বাড়ির সামনেই ইডি অফিসারদের ওপর হামলা চালিয়েছিল একদল লোক। যার জন্য তল্লাশি চালাতে গিয়েও বাড়ির ভিতর প্রবেশই করতে পারেননি আধিকারিকরা। এরপরই রক্তাক্ত অবস্থায় এলাকা ছাড়তে হয়েছিল তাঁদের। অন্যদিকে, সরবেড়িয়ার শাহজাহান বাজারেও সন্ধ্যায় যায় সিবিআই। স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। চারপাশের ছবি তোলেন, ভিডিয়ো রেকর্ড করেন। পাশাপাশি কীভাবে আক্রমণ করা হয়েছিল, তা বোঝার চেষ্টা করেন।

অন্যদিকে, এদিন বনগাঁতেও যায় সিবিআই। যে জায়গায় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল সেখানে যায় সিবিআইয়ের টিম। কোথায় কোথায় সিসিটিভি আছে সেগুলো চিহ্নিত করা হয়। পাশাপাশি শঙ্কর আঢ্যর বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডে তল্লাশিতে গিয়ে আক্রমণের মুখে পড়েছিল ইডি। সেই ঘটনার তদন্তভার নেওয়ার পর সেখানে পৌঁছে যায় সিবিআই।