IPL-এ প্রথম ম্যাচে ধোনিদের বিরুদ্ধে নামার আগে দলকে বিশেষ বার্তা RCB-অধিনায়কের, উদাহরণ টানলেন বিরাটের

0
3

মার্চের ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে ২০২৪ আইপিএল। সেই প্রস্তুতিতে ব্যস্ত প্রতিটি দল। প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর তার আগে দলকে বিশেষ বার্তা আরসিবি অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসির। ফিটনেসের দিক দিয়ে বিরাটের উদাহরণ টানলেন তিনি।

এই নিয়ে এক সাক্ষাৎকারে ডুপ্লেসি বলেন, “ কোহলি অসাধারণ। প্রচুর পরিশ্রম করে এবং অসম্ভব ফিট। এখনকার খেলাধুলোয় দীর্ঘদিন টিকে থাকার জন্য এমনই হওয়া উচিত। কোহলি সবার কাছে দারুণ উদাহরণ।” ডুপ্লেসির মতে, শুধুমাত্র প্রতিভা থাকলেই হবে না, সাফল্য পেতে গেলে ফিটনেসও দরকার। এই নিয়ে আরসিবি অধিণায়ক বলেন, “তরুণ প্রজন্ম ভাবতেই পারে প্রতিভার জোরে বাজিমাত করে দেবে। হ্যাঁ, অনেকেই প্রতিভাবান রয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য শরীরকে যতদিন সম্ভব লড়াই করার জন্য তৈরি থাকতে হবে। তারজন্য ফিটনেস খুবই দরকারি।”

এরপর ডুপ্লেসি আরও বলেন, “বিরাট এবং আমার কিছু জিনিসে মিল রয়েছে। খেলা দেখা এবং খেলার চরিত্র বোঝা তো রয়েছেই। তাছাড়া আমরা দু’জনেই কঠোর অনুশীলন করি, ভাল খাবার খাই এবং ফিটনেসকে প্রাধান্য দিই।”

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনেও দাপট ভারতের, ২৫৫ রানে এগিয়ে টিম ইন্ডিয়া