ফের শহরে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য! ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে পর্ণশ্রী (Parnashree) থানা এলাকার শ্যামসুন্দরপল্লি। সূত্রের খবর, শুক্রবার সকালে রাস্তার ধারের একটি পুকুরে এক মহিলার দেহ ভেসে ওঠে। আর সাতসকালে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার (Woman) দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে বলে খবর। তবে ওই মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি বলে অনুমান পুলিশের।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সকালে শ্যামসুন্দরপল্লি এলাকার ওই পুকুরে গলায় ওড়না জড়ানো অবস্থায় মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহিলার মুখে ওড়না জড়ানো ছিল বলে খবর। তবে স্থানীয়দের অভিযোগ, ওই মহিলা এলাকার বাসিন্দা নন। কেউ বা কারা তাঁকে খুন করে পুকুরে ফেলে দিয়ে গিয়েছেন বলে অভিযোগ। তবে এটা খুন নাকি নিছকই আত্মহত্যা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, পুকুর পাড়ে অনেক রাত পর্যন্ত লোকজন বসে আড্ডা মারলেও এমন ঘটনা চোখে পড়েনি কারও। সেকারণেই গলায় ফাঁস লাগিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।










































































































































