পায়ের তলায় জমিয়ে হারিয়ে আসন পেতে মরিয়া বিজেপি (BJP) ভোটে (Election) কারচুপি করতে পারে। বাংলার মানুষকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে EVM-এ চিপ লাগানো নিয়ে সতর্ক করলেন মমতা। ভোটদানের আগে ইভিএম (EVM) পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। এ বিষয়ে আগেই কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে রাজ্যের শাসক দল।

এদিনের নারী দিবসের প্রাক্কালে অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ইভিএম চেক করবেন। ওদের প্ল্যান ইভিএমে চিপ লাগানো। ভোটের আগে ইভিএম ভালো করে দেখে নেবেন। খবর আসছে মেশিনে ‘চিপ’ লাগিয়ে ফলাফল বদলে ফেলতে পারে। দলের নির্বাচনী এজেন্টরাও ভালো করে দেখে নেবেন। তৃণমূল অসমেও লোকসভায় দুটি আসনে লড়াই করবে।” মঞ্চে উপস্থিত সাংসদ সুস্মিতা দেবকে বিষয়টি দেখতে বলেন।


কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে। সে সম্পর্কে নেত্রীর নির্দেশ, “ওদের দিকে ফিরেও তাকাবেন না। ওরা বিজেপির নির্দেশে এসেছে:।








































































































































