ছেলের শতরান দেখে আবেগে ভাসলেন গিলের বাবা, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

0
2

গতকাল থেকে ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল। আর প্রথম দিন থেকেই ইংরেজদের বিরুদ্ধে দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। বলের পাশাপাশি ব্যাট হাতেও দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখালেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। দু’জনই করলেন শতরান। ১১০ রান করেন শুভমন গিল। আর গিলের শতরানের পরই আবেগে ভাসলেন তাঁর বাবা লখীন্দর গিল। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

এদিন ১১০ রান করে আউট হন শুভমন গিল। শোয়েব বশিরকে বাউন্ডারি হাঁকিয়ে গিল সেঞ্চুরি করেন। আর তারপরে স্থির থাকতে পারেননি তাঁর বাবাও। তিনি উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। শূন্যে হাত ছুঁড়তে থাকেন। গিলের বাবার মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি গর্বিত। তাঁর মুখে খেলা করছিল স্মিত হাসি । যা ফুটে ওঠে ক্যামেরায়। সেঞ্চুরির পরে হেলমেট খুলে শান্ত ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায় শুভমান গিলকে। এরপরই গিলকে জড়িয়ে ধরেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি করেন ১০৩ রান। আর এই শতরানের সুবাদে রোহিতের কেরিয়ারের এটি ১২ নম্বর টেস্ট সেঞ্চুরি। অধিনায়ক হিসাবে চতুর্থ। এবং চলতি সিরিজের দ্বিতীয়। আন্তর্জাতিক ক্রিকেটে এটি রোহিতের ৪৮ তম শতরান। শতরানের নিরিখে কোচ রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক। শতরানের নিরিখে রোহিতের উপরে রয়েছেন শুধু বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকর ।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার হয়ে শতরান রোহিত-শুভমনের, দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক