প্রথম ৩৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, ওয়ানাড় থেকেই লড়বেন রাহুল গান্ধী

0
2

লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় কংগ্রেস। প্রথম তালিকায় নাম রয়েছে ৩৯ জনের যার মধ্যে উল্লেখযোগ্য রাহুল গান্ধী, শশী থারুর, ছত্তিশগড়ের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

প্রথম প্রার্থী তালিকায় ছত্তিশগড়ের ৬ জন, কর্ণাটকের ৭ জন, কেরালার ১৬ জন, তেলেঙ্গানার ৪ জন, মেঘালয়ের দুজন ও লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার ১ জন করে প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। এর মধ্যে কেরালার দুটি আসন থেকে লড়ছেন দুই হেভিওয়েট রাহুল ও শশী থারুর। বামেদের প্রার্থী ওয়ানাড় থেকে ঘোষণা হওয়ার পর যে সম্ভাবনা তৈরি হয়েছিল রাহুল গান্ধী নিজের কেন্দ্র ওয়ানাড় থেকে লড়াই নাও করতে পারেন, সেই সম্ভাবনাকে নস্যাৎ করে সেখান থেকেই লড়ছেন রাহুল। অর্থাৎ এবার ওয়ানাড় আসনে বাম-কংগ্রেস পরস্পরের প্রতিপক্ষ।

অন্যদিকে প্রবীন কংগ্রেস নেতা শশী থারুর লড়ছেন কেরালার তিরুবনন্তপুরম থেকে। ছত্তিশগড়ের রাজনন্দগাঁও থেকে লড়বেন সদ্য প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।