জল্পনাই সম্ভবত সত্যি হতে চলেছে! পূর্ব মেদনীপুর অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় প্রার্থী হচ্ছেন কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী হওয়া প্রায় পাকা করে ফেলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী হিসেবে দেওয়ালে দেওয়ালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম লেখা শুরু হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই কেন্দ্রে কে প্রার্থী হবেন, তার অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
বিজেপিতে আনুষ্ঠানিক যোগদানের পরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের হরিপুরে শুধু নয়, তমলুক সহ বিস্তীর্ণ এলাকায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ও পদ্মফুল প্রতীক লিখন শুরু করল স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।
তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, “এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর দেখে উৎসাহী কর্মী সমর্থকরা দেওয়ার লিখন শুরু করেছে”! যদিও কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম-১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন “বিজেপি কোনও রাজনৈতিক দল নয়। নন্দীগ্রামে মানুষের মনে জোড়া ফুল রয়েছে! এটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে !”