পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে নেমেই নজির গড়লেন যশস্বী , টপকে গেলেন বিরাট কোহলিকে

0
1

আজ থেকে ধর্মশালায় শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়লেন যশস্বী জসওয়াল। প্রথম দিনই বলের পাশাপাশি ব্যাট হাতে দাপট টিম ইন্ডিয়ার। প্রথম ইনিংসে কুলদীপ যাদব-রবিচন্দ্রন অশ্বিনের বোলিং-এর দাপটে ইংল্যান্ড গুটিয়ে যায় ২১৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ১৩৫। টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা এবং শুভমন গিল। ৫২ রানে অপরাজিত রোহিত। ২৬ রানে অপরাজিত শুভমন। ৫৭ রান করেন যশস্বী জসওয়াল। আর এই রান করতেই নজির গড়েন যশস্বি। যেখানে টপকে গেলেন বিরাট কোহলিকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজে ৬৫৫ রান করেছেন বিরাট কোহলি।আর এদিন ৫৭ রান করতেই বিরাটকে ছাপিয়ে গেলেন যশস্বী। চার টেস্টেই ৬৫৫ রান করে ফেলেছিলেন তিনি। বৃহস্পতিবার ১ রান করতেই তিনি টপকে গেলেন বিরাটকে। এবার যশস্বীর সামনে শুধু ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। পঞ্চম টেস্টে ৫৭ রান করেন যশস্বী।এর সুবাদে এক সিরিজে ৭১২ রান করে ফেললেন তিনি। দ্বিতীয় ইনিংসে ছাপিয়ে যেতে পারেন গাভাস্করকে । ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ৭৭৪ রান করেছিলেন তিনি।

চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম ম্যাচ থেকেই ফর্মে ছিলেন যশস্বী। ৮০ রান করেছিলেন হায়দরাবাদে। পরের দু’টি ম্যাচে দ্বিশতরান করেছিলেন যশস্বী। রাঁচিতে চতুর্থ টেস্টে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি।

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে এদিন দু’টি ছক্কা মারেন ভারত অধিনায়ক। আর এর সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর ছক্কার সংখ্যা ৫১। সামনে শুধু বেন স্টোকস। শীর্ষে থাকা স্টোকস এখনও পর্যন্ত মেরেছেন ৭৮টি ছক্কা।

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট, দাপট ভারতের, প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ১৩৫