নতুন জীবন শুরু করেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ (Kanchan Mallik Srimoyee Chattaraj)। বিয়ে থেকে রিসেপশন সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে নিজেদের জীবনের সবথেকে আনন্দের দিনেও বিতর্ক (Reception controversy) পিছু ছাড়লো না তারকা দম্পতির। গত ৬ মার্চ কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের আয়োজন করা হয়েছিল ক্যামাক স্ট্রিটের একটি ব্যাঙ্কোয়েট হলে। সেখানে সাংবাদিক (Press/Media), গাড়িচালক এবং ব্যক্তিগত নিরাপত্তরক্ষীদের প্রবেশ নিষেধের ঘটনায় তোলপাড় সমাজমাধ্যম। বিতর্কের জেরে মুখ খুলতে বাধ্য হলেন নববধূ।

তৃতীয়বার বিয়ে করে এমনিতেই ট্রোলিং-এর শিকার হয়েছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। হাঁটুর বয়সী শ্রীময়ীকে (Kanchan Sreemoyee wedding) বিয়ে করার পর থেকেই নবদম্পতিকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ, চর্চা, সমালোচনার ঢল নেমেছে। এর মাঝে নয়া বিতর্ক রিসেপশন পার্টির আমন্ত্রণপত্রে লিখিত নিষেধাজ্ঞা। পার্ক স্ট্রিটের ওই ব্যাঙ্কোয়েট হলে ঢোকার মুখেই একটি বোর্ডে ইংরেজি হরফে লেখা ছিল ‘প্লিজ়, প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড ড্রাইভার্স আর নট অ্যালাউড’। সাংবাদিক মহলের একাংশ আজ সকাল থেকেই এর তীব্র প্রতিবাদ করে সমাজমাধ্যমে সোচ্চার হয়েছে। কাঞ্চন -শ্রীময়ীকে উদ্দেশ্য করে খোলা চিঠিও লেখা হয়েছে। চাপের মুখে সাফাই দিতে মুখ খুললেন শ্রীময়ী। তাঁর কথায়, ‘‘আমরা একেবারেই এটা করিনি। আমাদের কাছে সাংবাদিকেরাও মানুষ, গাড়ির চালকেরাও মানুষ, ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও মানুষ। কাউকে ছোট করা হয়নি। দ্বিতীয়ত, আমরা চেয়েছিলাম খানিকটা গোপনীয়তা বজায় রাখতে। কিন্তু ভুয়ো পরিচয় দিয়ে প্রবেশ করার একটা আশঙ্কা থেকেই যায়। সেই কারণেই হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, আমরা সাংবাদিক, নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকদের প্রবেশাধিকার বন্ধ রাখতে চাই।” তাহলে কি সব দোষ কর্তৃপক্ষের? এই নিয়ে সবিস্তারে কিছু বলতে চাননি অভিনেত্রী। তবে তিনি যে পিঠ বাঁচাতে কর্তৃপক্ষের উপর দায় চাপাতে চাইছেন সেটা বেশ স্পষ্ট।








































































































































