মমতার নির্দেশে সিলমোহর! লক্ষ্মীবারই অসম-মেঘালয়ে নির্বাচন কমিটি গঠন তৃণমূলের

0
3

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সিদ্ধান্তেই সিলমোহর। আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) উপলক্ষে বৃহস্পতিবারই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা (Women’s Wing)। মিছিল শেষে সভা মঞ্চে দাঁড়িয়েই প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যাকে অসমে জোড়া আসনে দলীয় প্রার্থী দাঁড় করানোর নির্দেশ দেন মমতা। এদিনের মিছিলে দলনেত্রীর সঙ্গেই পা মেলান রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। আর তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বড় ঘোষণা করল তৃণমূল (TMC)।

বৃহস্পতিবার দলের তরফে সাফ জানানো হয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই অসম ও মেঘালয়ে তৃণমূলের নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। উত্তর-পূর্বের দুই রাজ্যের তিন আসনে লড়তে পারে ঘাসফুল শিবির। অসমে তৃণমূলের রাজ্য সভাপতি রিপুন বোরাকে মাথায় রেখে ইতিমধ্যে ১০ জনের কমিটি গড়েছে দল। পাশাপাশি মেঘালয়ে রাজ্য সভাপতি তথা বিধায়ক চার্লস পিনগ্রোপকে চেয়ারম্যান করে ৯ জনের কমিটি গঠন করা হয়েছে। তবে দলের তরফে সাফ জানানো হয়েছে, শিলচর, লখিমপুর ও নওগাঁর মতো তিন বাঙালি অধ্যুষিত আসনেই প্রার্থী দাঁড় করিয়ে গেরুয়া শিবিরকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লখিমপুর কিংবা নওগাঁ থেকে দলের রাজ্য সভাপতি রিপুন বোরাকে প্রার্থী করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। অসমের পাশাপাশি মেঘালয়ের তুরা আসনেও প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। তবে তুরায় কে প্রার্থী হবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।