আদালতে ধর্মের বদলে সংবিধানের পুজোর আহ্বান সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকার

0
1

সংবিধানের ৭৫ বছর পূর্তিতে তার প্রস্তাবনার সম্মান করাই সংবিধানের প্রতি সঠিক সম্মান দেখানো বলে মত সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা-র। আদালতের কোনও অনুষ্ঠানে ধর্মীয় উপাসনার পরিবর্তে সংবিধানের প্রস্তাবনার উপাসনা করার আহ্বান জানান। মহারাষ্ট্রের পুনেতে একটি জেলা আদালতের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে গিয়ে এই বক্তব্য পেশ করেন সর্বোচ্চ আদালতের বিচারপতি। সংবিধান রক্ষার পীঠস্থানে সংবিধানের মূলমন্ত্র ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র-কে স্মরণ করালেন বিচারপতি অভয় এস ওকা।

দেশের সংবিধানের ৭৫ বছরের ইতিহাসে যখন প্রথমবার বিজেপি সরকারের হাতে সংবিধান বদলের প্রশ্ন উঠেছে ঠিক তখনই দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতির পরামর্শ সংবিধানে পরিকল্পিত ধর্মনিরপেক্ষতাকে প্রচার করা উচিত। তিনি বলেন, “কখনও কখনও বিচারকদের অপ্রীতিকর কথা বলতে হয়। আমি এমন কিছু বলতে যাচ্ছি যা খানিকটা অপ্রীতিকর। আমার মনে হয় আমাদের আদালতের অনুষ্ঠান চলাকালীন পূজা-অর্চনা বন্ধ করা উচিত। পরিবর্তে, আমাদের সংবিধানের প্রস্তাবনার ছবি রাখা উচিত এবং কোনও কর্মসূচি শুরু করার জন্য তার সামনেই মাথা নত করা উচিত। যখন সংবিধানের ৭৫ বছর পূর্ণ হতে চলেছে এর সম্মান রক্ষার জন্য আমাদের নতুন এই অভ্যাস শুরু করা উচিত।”

তাঁর কথায় সংবিধানের ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘গণতান্ত্রিক’ শব্দদুটি খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “ডঃ বি আর আম্বেদকর আমাদের একটি আদর্শ সংবিধান দিয়ে গিয়েছিলেন যেখানে ধর্মনিরপেক্ষ শব্দটির উল্লেখ রয়েছে। আমাদের বিচারপদ্ধতি হয়তো ব্রিটিশের তৈরি কিন্তু একে পরিচালনা করে আমাদের সংবিধান। আদালতগুলি সংবিধানেরই দান।” সংবিধান পরিবর্তনে বিজেপি সরকার বারবার ব্রিটিশ আমলের চাপিয়ে দেওয়া আইনের দাবি তুলেছে। সংবিধানের প্রস্তাবনার সমর্থনে গিয়ে একবার সেই যুক্তিকে খণ্ডন করে সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরের সম্মান ফিরিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি।