চলতি সপ্তাহে ফের বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather Office)। বুধবার হাওয়া অফিস সাফ জানিয়েছে, উত্তরবঙ্গের দু’টি জেলায় তিন দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তবে উত্তরের ওই দুই জেলা ছাড়া বাকি জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিন আলিপুর হাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় শুকনো আবহাওয়া থাকলেও বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার বিক্ষিপ্ত এলাকা। শনিবার পর্যন্ত এই দুই জেলায় বৃষ্টি চলতে পারে। যদিও তারপর তাপমাত্রার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে বুধবার সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।










































































































































