প্রেম করছেন মিশুক! ছেলের বান্ধবীকে নিয়ে কী বলছেন প্রসেনজিৎ

0
2

বাবা সুপারস্টার, পর্দায় একাধিকবার প্রেমের দৃশ্যে অভিনয় করেছেন। এবার রিয়েল লাইফে ছেলের প্রেমে সাহায্য করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)!টলিউডে ফিসফাস, প্রেম করছেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee)। এক তরুণীর সঙ্গে তৃষাণজিতের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই জল্পনা বেড়েছে। বুম্বাদা কি গোটা বিষয়টা জানেন?

তৃষাণজিৎ বাইরে থাকেন। মাঝে মাঝেই বাবার সঙ্গে এখানে ওখানে ঘুরতে চলে যান তিনি। এতদিন পর্যন্ত ফুটবলই ছিল ধ্যান -জ্ঞান। তবে এখন নাকি ইচ্ছে বদলেছে, বিদেশে পড়াকালীন নাটকেও অভিনয় করেছেন। সিনেমায় কাজের ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি। এবার তাঁর জীবনে বসন্তের রঙ লেগেছে। নেটদুনিয়া বলছে প্রসেনজিৎ পুত্রের প্রেমিকার নাম লিতিকা প্রসাদ। তৃষাণজিতের সঙ্গেই পড়াশোনা করেন। আর সেই সূত্রেই পরিচয়। অভিনেতা বাবা অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে বাবা ছেলের সম্পর্ক যেহেতু বন্ধুর মতো তাই টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ম্যান পুত্রের প্রেমে পাশে থাকবেন বলেই মনে করা হচ্ছে।