‘শুভেন্দু-ভাইরাসে আক্রান্ত হবেন না’, এক্স হ্যান্ডেলে তাপসকে বার্তা কুণালের

0
1

জল্পনা সত্যি করে বিজেপিতেই যোগ দিলেন তাপস রায় (Tapas Roy)। এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। সম্ভবত লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে পদ্ম প্রতীকে প্রার্থী হতে পারেন তাপস রায়। এদিন বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান করার আগে বিধানসভা থেকে বেরানোর সময় আর কোনও রাখঢাক না রেখে জানিয়ে দিলেন বরাহনগরের সদ্য পদত্যাগী তৃণমূল বিধায়ক তাপস রায়। পুরনো দল তৃণমূলের উদ্দেশে তাপস রায় বলেন, “বিজেপি নিয়ে আমি কোনও কু-কথা শুনতে চাই না আমার পুরনো কলিগদের কাছ থেকে। তবে জেনে রাখুন, ওরা যদি কুকথা বলে তাহলে আমিও পাল্টা প্রতিক্রিয়া জানাব।”

অর্থাৎ লড়াই যে এবার সন্মুখ সমরে, সেই ইঙ্গিত দিয়েই বিজেপিতে যোগ দেন তাপস। অন্যদিকে, কুণাল ঘোষ (Kunal Ghosh) একটি তাৎপর্যপূর্ণ টুইট করেন। এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, “তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক। তাঁর বিজেপিতে যোগদান আরও দুর্ভাগ্যজনক। তবু আশা করব, তিনি শুভেন্দু-ভাইরাসে আক্রান্ত হবেন না। তৃণমূলের কর্মীরা তাঁকে ভালোবাসতেন। তাঁদের আবেগে আঘাত করে তিনি যেন বিজেপির ভাষায় পুরনো দলের বিরুদ্ধে কুৎসিত আক্রমণ না করেন।”