সমাজমাধ্যমে প্রায়ই দুজনের ছবি দেখা যাচ্ছে। যদিও সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি গায়ক – নায়িকা কেউই। শোভন গঙ্গোপাধ্যায় আর সোহিনী সরকারের (Shovon Ganguly Sohini Sarkar) প্রেমের কাহিনী নিয়ে যখন বাড়ছে আলোচনা তখন মুখ খুললেন গায়িকার প্রাক্তন প্রেমিকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। শোভন-সোহিনীর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়নও প্রকাশ্যে আনলেন।

গায়ক শোভনের জীবনে সোহিনী তাঁর তৃতীয় প্রেম। প্রথম প্রেমিকা ইমন জানাচ্ছেন, দুজনের প্রেমের গল্পটা যিশু সেনগুপ্তর তরফে আয়োজিত এক অনুষ্ঠানেই শুরু হয়। সেখান থেকেই কাছাকাছি আসেন ওঁরা। অন্তত এমনটাই জানিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা। বিয়য়টিকে কেমন ভাবে দেখছেন তিনি? ইমনের কথায়, শোভন ও সোহিনী দু’জনের সঙ্গেই তাঁর সম্পর্ক বেশ ভাল। কোনও তিক্ততা নেই। স্বস্তিকার সঙ্গে গায়কের সম্পর্ক ভাঙার ক্ষেত্রে তাঁর নাম জড়িয়েছিল। এই ঘটনাকে পাত্তা দিতে নারাজ ইমন। নীলাঞ্জনের সঙ্গে সুখের সংসারে গুজবের কোনও জায়গা নেই, স্পষ্ট বুঝিয়ে দিলেন শিল্পী।








































































































































