CBI-এর হাতে শেখ শাহজাহান, FIR-এ নেই খুনের চেষ্টার ধারা!

0
2

টালবাহানা ২৪ ঘণ্টারও বেশি। শেষে বুধবার সন্ধ্যায় সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে নিজেদের হাতে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্টেও (Supreme Court) শাহজাহানের সিবিআই হস্তান্তরের সিদ্ধান্তে পরিবর্তন হয়নি। বুধবার হাইকোর্ট ফের একবার রাজ্য পুলিশকে শাহজাহানকে হস্তান্তরের নির্দেশ দেয়। অবশেষে বুধবার ৬.৪০ মিনিট নাগাদ সিআইডি (CID) হেফাজত থেকে শাহজাহানকে নিজেদের হাতে পেল সিবিআই।

মঙ্গলবার প্রায় দুঘণ্টা অপেক্ষা করেও ভবানী ভবন থেকে ব্যর্থ হয়ে ফিরতে হয় সিবিআই আধিকারিকদের। বুধবার সকাল থেকে টানটান উত্তেজনা শুরু হয় শেষ পর্যন্ত শেখ শাহজাহান কোথায় যাবেন তা নিয়ে। তবে প্রতিবারই ব্যাকফুটে রাজ্য পুলিশ ও সিআইডি। হাইকোর্টের (Calcutta High Court) সর্বশেষ নির্দেশ অনুযায়ী বুধবারই হস্তান্তর সম্পন্ন হয়। সেই সঙ্গে সন্দেশখালি সংক্রান্ত সব নথিও সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয় সিআইডি-র তরফ থেকে। তবে মঙ্গলবারের হয়রানির জন্য রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সিবিআই। বুধবার আইনি জটিলতা কাটিয়ে সেই মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট।

অন্যদিকে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবারই তারা সন্দেশখালি নিয়ে তিনটি এফআইআর (FIR) দায়ের করে। একটি হয়েছে ইডি-র ডেপুটি ডিরেক্টরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে। বাকি দুটি হয়েছে একটি রাজ্য পুলিশের অভিযোগের ভিত্তিতে ও অন্যটি রেশন বন্টনে বেনিয়মের ভিত্তিতে। ন্যাজাট থানায় পুলিশের দায়ের করা অভিযোগে সন্দেশখালিতে ইডি-র আধিকারিকদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ ছিল। অথচ ইডির আধিকারিকের অভিযোগের ভিত্তিতে এফআইআর হলেও সিবিআই-এর দায়ের করা এফআইআরে খুনের চেষ্টার ধারা নেই। একটি এফআইআরে মূল অভিযুক্ত হিসাবে শাহজাহানের নাম রয়েছে।