নিয়মরক্ষার শেষ টেস্টে প্রথম একাদশে নিশ্চিত বুমরাহ

0
1

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত চালকের আসনে । ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই পরিস্থিতিতে ধর্মশালা টেস্ট ম্যাচ যে নেহাতই সম্মান রক্ষার হয়ে দাঁড়িয়েছে, তা বলা যেতেই পারে। কিন্তু, ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচও হালকাভাবে নিতে নারাজ। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই টেস্ট ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফলে টিম ইন্ডিয়া এই সিরিজটা ৪-১ ব্যবধানে জয়ের লক্ষ্যেই তাকিয়ে রয়েছে।

ধর্মশালার উইকেট কিন্তু একটা বড়সড় ভূমিকা গ্রহণ করতে পারে। এই উইকেটে ২০১৭ সালে ভারতীয় ক্রিকেট দল একটাই টেস্ট ম্যাচ খেলেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত সেই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা যথেষ্ট নজর কেড়েছিলেন। তিনি ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও প্রথম ইনিংসে ৬৩ রান করেন। যদিও দ্বিতীয় ইনিংসে তিনি আর ব্যাট করার সুযোগ পাননি।
এই পরিস্থিতিতে ৭ মার্চ থেকে আয়োজিত টিম ইন্ডিয়ার কম্বিনেশন কী হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিস্তর জল্পনা। এই ম্যাচে টিম ইন্ডিয়া কতজন পেসার নিয়ে খেলতে নামবে, সেটা বড় প্রশ্নের মুখে। কারণ, যশপ্রীত বুমরাহ ইতিমধ্যেই টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছেন। সিরিজের শেষ টেস্টে তিনি যে দলের প্রথম একাদশে থাকবেন সেটা নিশ্চিত । তবে বাংলার পেস বোলার আকাশ দীপকে প্রথম একাদশে জায়গা দেওয়া হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

প্রসঙ্গত, রাঁচি টেস্টেই ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয়েছিল আকাশ দীপের। দিনের প্রথম স্পেলেই যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি। পরপর তিনটে উইকেট শিকার করে ইংল্যান্ডের কোমর কার্যত ভেঙে দেন তিনি। আকাশ দীপের এই পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট মহলে যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এই পরিস্থিতিতে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি সুযোগ পাবেন কি না, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।রোহিত শর্মা এই ম্যাচে কোন কম্বিনেশনে টিম ইন্ডিয়াকে মাঠে নামাতে চান, সেটাই আপাতত লাখ টাকার প্রশ্ন। তিনি যদি তিন পেসার এবং দুই স্পিনারে খেলাতে চান, সেক্ষেত্রে যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের পাশাপাশি আকাশ দীপকে সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু, যদি দুই পেসার নিয়ে মাঠে নামতে চান, সেক্ষেত্রে আকাশ দীপের নাম বাদ গেলেও যেতে পারে।