জনগর্জন-এর ডাকে হুংকার যোগ ডোমজুড় বিধানসভা কেন্দ্রে

0
1

১০০ দিনের শ্রমিকদের বকেয়া টাকা , আবাস যোজনা সহ রাজ্যের একাধিক প্রকল্পের টাকা এবং একাধিক বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০ মার্চ জনগর্জন- এর ব্রিগেড চলো- এর ডাক দিয়েছেন।

ডোমজুড় বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ১০ মার্চের ব্রিগেডের প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন মন্ত্রী ডা: শশী পাঁজা, বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়া সদরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, ডোমজুড় তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি সহ অন্যান্য নেতৃবৃন্দ । সেই নির্দেশেই সাড়া দিতে আয়োজন করা হয়েছিল এই সভার।

মন্ত্রী শশী পাঁজা বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব কিন্তু নির্বাচনের দিন ঘোষণার আগেই সেন্ট্রাল ফোর্স ফলত বোঝাই যায় গণতন্ত্রের মান কতটা রক্ষা পাবে। ভোটের প্রচারের সময় শুধুমাত্র নরেন্দ্র মোদিকে বাংলায় দেখা যায়। “গালি কা গুন্ডা ” বলে কটাক্ষ মন্ত্রী শশী পাঁজার। জনসংযোগের ক্ষেত্রে বিজেপির প্রলোভনে পা না দিয়ে বুথ কর্মীদের পাশে থেকে প্রচারে পা মেলাতে হবে, এমনটাই বলছেন মন্ত্রী শশী পাঁজা।
ডোমজুড় বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ এদিন মনে করিয়ে দেন, দিল্লির ধর্না মঞ্চ থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের ১৫ লাখ টাকার মিথ্যা প্রতিশ্রুতির কথা। বাংলাকে দমানো যাবে না। বাংলার মানুষকে জোর করে হয় দেখিয়ে আর ইডি, সিবিআই দিয়ে বাংলাকে জব্দ করা যাবে না।