৭ মার্চ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ধর্মশালায় ম্যাচে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ভারতীয় দলের তারকা বোলার রবীন্দ্র জাদেজা। টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের সামনে দাঁড়িয়ে জাদেজা। এখনও পর্যন্ত ৭১টি টেস্টে টেস্টে ২৯২টি উইকেট পেয়েছেন জাড্ডু। আর ৮টি উইকেট পেলে লাল বলের ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
ইতিমধ্যেই এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। আর এই ম্যাচেই রেকর্ডের সামনে দাঁড়িয়ে জাদেজা। এখনও পর্যন্ত ৭১টি টেস্টে টেস্টে ২৯২টি উইকেট পেয়েছেন জাদেজা। আর ৮টি উইকেট পেলে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়বেন জাড্ডু। এর আগে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, কপিল দেব, হরভজন সিং, জাহির খান এবং ইশান্ত শর্মা।
রাঁচিতে চতুর্থ টেস্টে আরও একটি কীর্তি গড়েছিলেন জাদেজা। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। যে কৃতিত্ব রয়েছে অশ্বিন এবং যশপ্রীত বুমরাহর।