গর্ভপাতের সিদ্ধান্ত নেবেন মহিলারাই, হস্তক্ষেপ করবে না সংবিধান!

0
1

মহিলাদের শরীর নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারোর নেই। নিজেদের গর্ভপাতের (Abortion Constitutional Right) বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মহিলারাই। সেক্ষেত্রে সংবিধান হস্তক্ষেপ করতে পারবে না। যুগান্তকারী সিদ্ধান্ত নিল ফ্রান্স (France)। বিশ্বের প্রথম দেশ হিসেবে মহিলাদের গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিল এই রাষ্ট্র। প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটার বলেন, “বিশ্বের এক নতুন যুগের সূচনা হচ্ছে। আমরা সমস্ত মহিলাদের কাছে বার্তা পাঠাচ্ছি যে, আপনার শরীর আপনার এবং কেউ আপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না।”

গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে বিশ্বের কাছে বিশেষ বার্তা দিল ফ্রান্স (France)। অত্যন্ত সংবেদনশীল এই বিষয়টি নিয়ে সোমবারই ফ্রান্সের পার্লামেন্টের দুই কক্ষে যৌথ ভোটাভুটি হয়। গর্ভপাতকে (Abortion) স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট পড়ে ৭৮০টি। আর বিপক্ষে ভোট পড়ে মাত্র ৭২টি। ফ্রান্সে দীর্ঘদিন ধরেই মহিলাদের গর্ভপাতের অধিকার দেওয়ার দাবি উঠেছিল। ১৯৭৪ সালে এই বিষয়ে আইনও প্রণয়ন হয়েছে। কিন্তু তারপরে ডানপন্থীদের চূড়ান্ত বিরোধীতায় বিষয়টি এগোয়নি। সমীক্ষায় দেখা যায় ৮৫% মানুষ মহিলাদের এই অধিকার দেওয়ার বিষয়টি সমর্থন করেছেন। গ্যাব্রিয়েল সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সেদেশের বিভিন্ন মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন। আইফেল টাওয়ারের নীচে দাঁড়িয়ে ‘মাই বডি মাই চয়েস’ প্ল্যাকার্ড নিয়ে মহিলাদের উল্লাস করতেও দেখা যায় ।