হঠাৎই লগ আউট ফেসবুক ও ইনস্টাগ্রাম। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই গোটা বিশ্বের ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোল্ডারদের কাছে একটি মেসেজ আসে। আর তখনই লগ আউট হয়ে যায় সবার অ্যাকাউন্ট। যদিও মেটা-র তরফ থেকে এ বিষয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। সাধারণ মানুষ টুইটার, বর্তমানের এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত অভিযোগ জানাতে থাকেন।
তবে শেষ পর্যন্ত টুইটার, বর্তমান এক্স হ্যান্ডেলেই মেটার কর্ণধারকে জানাতে হয় তাঁদের পরিষেবার সমস্যার কথা। প্রায় একঘণ্টার চেষ্টায় পরিষেবা স্বাভাবিক হয়। তবে এনিয়ে মেটাকে নিয়ে রসিকতা করার সুযোগ ছাড়েননি। তিনি নিজের অ্যাকাউন্টে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করেন।
— Elon Musk (@elonmusk) March 5, 2024