ঘরের ভিত খোঁড়ার কাজ করতে গিয়ে বি.স্ফোরণ কল্যাণীতে! আ.হত বেশ কয়েকজন শ্রমিক

0
1

বাড়িতে নির্মাণকাজ চলার সময় আচমকা বিস্ফোরণে চাঞ্চল্য নদিয়ার নদিয়ার কল্যাণীতে। আহত বেশ কয়েকজন শ্রমিক । তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা একজনের। আহত শ্রমিকদের ভর্তি করানো হয়েছে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে।

জানা গিয়েছে, মৌসুমী বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে বাড়ি তৈরির জন্য ভিত খোড়ার কাজ চলছিল । সেখানে চারজন শ্রমিককে কাজে লাগানো হয়েছিল । কোদাল দিয়ে মাটি খোড়ার কাজ চলছিল ৷ হঠাৎই একটি কৌটোর উপর কোদালের কোপ লাগে । এরপরেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। সাদা ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বিকট শব্দ পেয়ে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। অন্য দিকে, রক্তাক্ত অবস্থায় আহত শ্রমিককে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট পুলিশ। কোন বিস্ফোরক থেকে বিস্ফোরণ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- সন্দেশখালিকাণ্ডে সিবিআই! হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য