নির্বাচনী দৌড়ে বড় জয়, ব্যালট মামলায় ট্রাম্পের পক্ষে রায় মার্কিন সুপ্রিম কোর্টের 

0
1

কলোরাডো প্রাইমারি ব্যালট মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের রায় নিয়ে খুশি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 (Donald Trump)। মার্কিন শীর্ষ আদালত (US Supreme Court) স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্পকে ব্যালট থেকে কোন রাজ্য সরাতে পারবে না। এই সিদ্ধান্ত রিপাবলিকান প্রার্থীর (Republican Candidate) বড় জয় বলেই মনে করছেন তাঁর অনুরাগীরা।

কলোরাডোর প্রাইমারি ব্যালটে থাকতে পারবেন না ট্রাম্প, এমনটাই জানিয়েছিল কলোরাডো সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটাল দাঙ্গায় প্ররোচনার দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা থাকার দায়ে কলোরাডো সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্টকে অযোগ্য বলে রায় দিয়েছিল। সোমবার সেই রায়কে অবৈধ বলে জানিয়েছে মার্কিন ফেডারাল সুপ্রিম কোর্ট। ফলে আজকের কলোরাডো সহ ১৪ টি মার্কিন অঙ্গরাজ্যে ‘সুপার টিউসডে’র প্রাইমারি নির্বাচনে সামান্য হলেও স্বস্তিতে মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের শিবির। ফেডারেল সুপ্রিম কোর্ট বলছে, সংবিধান অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কোনও পদে প্রার্থী হতে কাউকে অযোগ্য বলে ঘোষণা করতে পারে না কোনও মার্কিন অঙ্গরাজ্যের কোর্ট। ট্রাম্প নিজেও এই সিদ্ধান্ত জানার পর সোমবারের দিনটিকে আমেরিকার জন্য ‘বিশেষ’ বলে আখ্যা দিয়েছেন। এটি আমেরিকার বুকে তাঁর অন্যতম জয় বলে মনে করছেন প্রাক্তন প্রেসিডেন্ট।