ট্রেন না দিয়ে বাধা কেন্দ্রের, ব্রিগেডের জনগর্জন সভায় প্রতিবাদের টর্নেডো হবে: হুঙ্কার মমতার

0
1

বুকিং সত্ত্বে ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের (TMC) জনগর্জন সভার জন্য ট্রেন দিচ্ছে না কেন্দ্রের মোদি সরকার। মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুরে (West Mednapur) সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এই সভায় সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান মমতা। বলেন, চলুন সবাই ব্রিগেডে। বাংলার প্রতিবাদে গর্জন, তর্জন, তুফান, টর্নেডো হবে।


বাংলার বকেয়া অন্যায়ভাবে আটকে রেখেচে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজ করিয়েও টাকা দেওয়া হয়নি গরিব মানুষদের। আটকে রয়েছে আবাস যোজনার টাকাও। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভা। সেই সভার প্রস্তুতিতে জেলায় জেলায় তুঙ্গে উন্মাদনা। এই পরিস্থিতিতে এদিন মেদিনীপুরের সভা থেকে সবাইকে জনগর্জন সভায় যোগ দেওয়া আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। আর এই সভায় বাংলার মানুষকে আসতে বাধা দিচ্ছে মোদি সরকার। এর প্রতিবাদে গর্জে ওঠেন মমতা। তিনি বলেন, ‘‘ব্রিগেডে একটা সভা ডেকেছি। গর্জন সভা। বাংলার গর্জন। কেন বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। কেন আমাদের রেলের অনুমতি দেওয়া হয় না। একেক রকম নিয়ম! এটা কি মগের মুলুক। আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে। আগামীর গর্জন বাংলাই করবে। চলুন সবাই ব্রিগেডে।’’