‘বিজেপি আমাকে ডাস্টবিনে রেখেছে’, বিস্ফোরক গেরুয়া সাংসদ অনন্ত মহারাজ!

0
1

বিজেপির (BJP ) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপিরই এক নেতা! লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে অস্বস্তি বাড়লো গেরুয়া শিবিরে। বিজেপির (BJP) অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আনলেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ (Anant Maharaj)। কোচবিহারে কার্যত ল্যাজেগোবরে গেরুয়া শিবির! কারণ ভোটের মুখে বেঁকে বসেছেন কোচবিহারের রাজবংশী ‘মুখ’ অনন্ত। লোকসভা নির্বাচনের প্রথমদফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে কেন্দ্রের শাসক দল সেখানে নাকি ডাকই পাননি সাংসদ। এরপরই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন অনন্ত (Anant Maharaj)। জানিয়েছেন কার্যত তাঁকে ‘ডাস্টবিন’ – এর মতো ফেলে রেখেছে বিজেপি নেতৃত্ব!

অন্য দল থেকে লোক ভাঙ্গিয়ে আনা বিজেপি যে নিজের দলের নেতাদের প্রাপ্য সম্মান দেয় না তা ফের স্পষ্ট হয়ে উঠলো অনন্ত মহারাজের অভিযোগে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকার মধ্যে বাংলার কুড়ি জন প্রার্থীর নাম রয়েছে। কোচবিহার আসনের জন্য নিশীথ প্রামাণিককেই টিকিট দিচ্ছে দল। প্রার্থী কার্যত ‘নাপসন্দ’ মহারাজের অনুগামীদের। এই ঘোষণার পর অনন্ত মহারাজের এক অনুগামী পিন্টু রায়ের সোশাল মিডিয়া পোস্ট ঘিরে আরও হইচই পড়ে যায়। সেই পোস্টে তিনি লেখেন, ‘নিশীথ প্রামাণিক যেসব প্রতিশ্রুতি কোচবিহারবাসীকে দিয়েছিলেন সেগুলির একটিও পালন করেনি। নিশীথ হারবেই।’ এরপরই অস্বস্তি বেড়েছে বিজেপির। অনন্ত বলছেন, ‘রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে। কেউ কোনও যোগাযোগই রাখেন না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি।’ এখানেই শেষ নয়, গ্রেটার কোচবিহার তৈরির প্রতিশ্রুতি পালন না করতে পারার জন্য প্রয়োজনে সাংসদ পদ ছেড়ে দিতেও তৈরি অনন্ত। পদ্ম শিবিরের তরফে এই নিয়ে কোনও মন্তব্য না করা হলেও কোচবিহারে বিজেপির অংকে যে বিস্তর গোলমাল শুরু হয়েছে সেটা ভালই আঁচ করতে পারছে রাজনৈতিক মহল।