বিএসএফ-এর হেফাজতে মৃত্যু যুবকের, তদন্তে পুলিশ

0
1

দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ (BSF)-এর মারে এক যুবকের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে। বিএসএফ-এর হেফাজতে থাকা যুবককে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনায় ম্যাজিস্ট্রেট (magistrate) পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। যদিও এনিয়ে বিএসএফ-এর পক্ষ থেকে কোনও বক্তব্য পেশ করা হয়নি।

শনিবার হিলি থানার পাঞ্জুল পঞ্চায়েত এলাকার চকগোপাল গ্রামের কাছে সীমান্তবর্তী এলাকায় পাচারকারী সন্দেহে এক যুবককে আটক করে বিএসএফ। তাঁকে আটক করে বিএসএফ-এর ১৩৭ ব্যাটেলিয়ন। এরপর সেই ব্যাটেলিয়নের পক্ষ থেকেই তাঁকে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। রবিবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতালে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত হয় দেহের।

জেলা পুলিশ সুপার (SP) চিন্ময় মিত্তল জানান, চিকিৎসক মৃত ঘোষণা করার পর হাসপাতাল থেকেই পুলিশে খবর দেওয়া হয়। তখনই দেহ হেফাজতে নেয় পুলিশ। এরপর বিএসএফ একটি লিখিত অভিযোগ করে। সেখানে বলা হয়েছে, ওই ‘পাচারকারী’কে ধরতে গেলে বিএসএফের সঙ্গে হাতাহাতি হয় তাঁর। সেই সময় ওই ব‌্যক্তির মৃত্যু হয়।