মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের পরদিনই চিকিৎসকের রহস্যমৃত্যু, ফেসবুক পোস্ট দেখে দেহ উদ্ধার পুলিশের

0
3

মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের পরদিনই উদ্ধার হল এক চিকিৎসকের দেহ। জীবন শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নেওয়ার আগে একটি ফেসবুক পোস্ট করেন ওই চিকিৎসক। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোয়ার্টার থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন নাকি নেপথ্যে অন্য কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, বছর পঞ্চাশের কল্যাণ আশিস ঘোষ, মেডিসিনের চিকিৎসক। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছিলেন। সম্প্রতি তাকে শিলিগুড়িতে বদলি করা হয়। বদলি হয়ে গেলেও ডায়মন্ড হারবার হাসপাতালের কোয়ার্টারেই তিনি বসবাস করছিলেন। সোমবার সকালে ওই হাসপাতালের কোয়ার্টার থেকে চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতায় সম্প্রতি ওই চিকিৎসকের মায়ের মৃত্যু হয়। রবিবার ছিল শ্রাদ্ধানুষ্ঠান । সেদিন সকালেই চিকিৎসক পুত্রের মৃত্যুতে স্বাভাবিকভাবেই রহস্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে করা একটি ফেসবুক পোস্টের ছত্রে ছত্রে হতাশা ফুটে উঠেছে। ওই পোস্ট দেখে পুলিশ তৎপর হয়। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোয়ার্টারের দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়। কী কারণে এই চিকিৎসক মানসিক অবসাদে ভুগছিলেন চিকিৎসক, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।