জল্পনা সত্যি করে বরাহনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায়। সেইসঙ্গে তৃণমূলের সঙ্গে প্রায় আড়াই দশকের সম্পর্ক ছিন্ন করলেন তাপস। একরাশ হতাশা, ক্ষোভ ও অভিমান থেকেই তাঁর এই দলত্যাগ বলে জানালেন বর্ষীয়ান নেতা। সোমবার দুপুরে বিধানসভায় গিয়ে বিধায়ক স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই মুহূর্তে তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে তৈরি হচ্ছে একাধিক জল্পনা। খুব স্বাভাবিক ব্য ধানসভার বাইরে সাংবাদিকদের তরফ থেকে তাঁর কাছে প্রশ্ন ছোঁড়া হয়, এবার তাঁর গন্তব্য কোথায় অর্থাৎ কোন দলে যোগ দেবেন তিনি? তাপসের সোজা সাপটা উত্তর, “এটা এখন বলা যাবেনা, এখন আমি ফ্রি বার্ড।”
এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাইরে বেরিয়ে তাপস রায় বলেন, “আমি কিছুক্ষণ আগে স্পিকারের কাছে সই কর ইস্তাফা দিলাম। দলের বিভিন্ন পদ থেকেও ইস্তফা দিলাম। তারপরে সন্দেশখালির ঘটনা আমাকে খুবই আশাহত করেছে। অনেকদিন ধরে নাড়া দিয়েছে। আমার বাড়িতে ১২ জানুয়ারি ইডি এসেছিল। সেই নিয়ে দলের কোনও শীর্ষ নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ করেননি। দলের সুপ্রিম মুখ্যমন্ত্রী ৫২ দিন পর্যন্ত আমার ও আমার পরিবারে লোকের সঙ্গে যোগাযোগ করেনি।”
এরপরই দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়। আমার থাকা উচিত না এই দলে।যেখানেই দেখছি সেখানেই দুর্নীতি এই দলে। ভালো কাজের জন্য দলে কিছু ভালো মানুষ থাকে তাদের গুরুত্ব দেওয়া হয় না। যেখানেই যাচ্ছি সেখানেই শুধু দুর্নীতি ও দুর্নীতি। অসুস্থ হয়ে যাওয়ার জোগাড় ”
আরও পড়ুন- কুণাল-ব্রাত্য সাক্ষাতেও বরফ গলেনি, দলত্যাগের জল্পনা জিইয়ে বিধানসভায় তাপস!