ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্মরণানন্দ মহারাজ। রবিবার তাঁর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। রামকৃষ্ণ মিশনের হাসপাতালে চিকিৎসাধীন মহারাজের সুস্থতা কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২২ সাল থেকেই নানা ধরনের শারীরিক সমস্যায় বারবার হাসপাতালে ভর্তি হতে হয় রামকৃষ্ণ মঠের প্রবীণ ও সাধারণ ভক্তদের অত্যন্ত শ্রদ্ধার প্রেসিডেন্ট মহারাজকে। এবারও বয়সজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চারদিন ভর্তি থাকার পর রবিবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। হাসপাতালের তরফে মেডিক্যাল বোর্ড গঠন করা হয় যার মধ্যে অন্যান্য বিভাগের ডাক্তারদের পাশাপাশি স্নায়ুর ডাক্তারও রয়েছেন। সোমবার শারীরিক প্যারামিটারগুলি খানিকটা স্বাভাবিক হয়েছে তাঁর।
তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বিশ্বজোড়়া অসংখ্য ভক্তকে আধ্যাত্মিক পথ প্রদর্শন করেন মহারাজ। এবং বিশ্বজোড়া লক্ষ লক্ষ ভক্তের জন্য প্রবোধের কারণ তিনি। অন্য সব মহারাজ, ভক্তদের সঙ্গে প্রার্থনায় যোগ দেওয়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
Wish and pray for speedy recovery of Srimat Swami Smarananandaji Maharaj, the Revered President of the Ramakrishna Math and Mission. The ailing senior monk gives spiritual leadership to the world order of the Ramakrishnaites and remains the source of solace for millions of…
— Mamata Banerjee (@MamataOfficial) March 4, 2024