প্রতিশ্রুতি মতো রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। এর ফলে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বোনাসের পরিমাণ সমান হল।

বছরের শুরুতেই নবান্নের তরফে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। তার পরিমাণ ২০০০ থেকে বেড়ে হলো ৫৩০০। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকরী হবে ২২- ২৩ সালের আর্থিক বছর থেকে। কলকাতা ও রাজ্য পুলিশ এর সিভিক ভলান্টিয়ার্স এই সুবিধা পাবে। জেলার সিভিক ভলান্টিয়াররা যে ৩৩০০ টাকা বাড়তি পাবেন সেই টাকা দেওয়া হবে অ্যাডহক বোনাসের প্রেক্ষিতে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়াররা এতদিন এই অ্যাডহক বোনাস হিসাবে বছরে ২০০০ টাকা পেতেন। অন্যদিকে কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়াররা একই ক্ষেত্রে বার্ষিক ৫৩০০ টাকা বোনাস পেতেন।

২০২৪-২৫ রাজ্য বাজেটের ঘোষণা মত সিভিক ভলান্টিয়ারদের বেতন এ মাস থেকেই এক হাজার টাকা করে বাড়ছে। রাজ্য ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি ভিলেজ পুলিশ বাহিনীর স্বেচ্ছাসেবকরাও এই বেতন বৃদ্ধির সুযোগ পাবেন। চলতি মাস থেকেই বর্ধিত বেতন কার্যকর হবে বলে রাজ্যের স্বরাষ্ট্র দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। এজন্য রাজ্য বাজেটে ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।



 
 
 
 

































































































































