‘জনগর্জন’-এ বাধা মোদি সরকারের, ২২ লক্ষ টাকা নিয়েও একাধিক ট্রেন বাতিল: তুলোধনা তৃণমূল নেতৃত্বের

0
3

আগামী ১০ মার্চ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা আটকাতে জন্য একাধিক ট্রেন বাতিল করেছে মোদি সরকার। বিশেষ করে ৯ এবং ১০ মার্চ প্রায় ২৫০ ট্রেন বাতিল করা হয়েছে। এমনকী, দুটি ট্রেন চেয়েও পাচ্ছে না তৃণমূল। ব্রিগেডের সভা উপলক্ষে নিউ কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে ট্রেন চেয়েছিল তৃণমূল। সেই আবেদন বাতিল করা হয়েছে । এর আগেও ২ ফেব্রুয়ারি দিল্লি যাওয়ার সময় ট্রেন বাতিল করেছিল রেল । সেই ট্রেন বাতিলের পরে সড়ক পথে দিল্লি পৌঁছায় তৃণমূল।

মন্ত্রী শশী পাঁজা সোমবার অভিযোগ করেন, অমিত শাহ যখন সভা করেন তার জন্য স্পেশাল ট্রেন দেওয়া যায়। আসলে ভারতীয় জনতা পার্টি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। ব্রিগেডের ভয় এখন থেকে। ভয় পেয়ে তাই ভাবছে ট্রেন দুটো দিলে ব্রিগেডে হাজার হাজার মানুষ আসবে। ট্রেন বাতিল করলে সেটা আটকানো যাবে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, বিজেপি ভয় পেয়েছে। ট্রেন বাতিল করে এভাবে তৃণমূলকে আটকানো যাবে না। ট্রেন বাতিল করলে ভাবছে লোকজন আসবে না। আরও দশ গুণ লোক আসবে। আমরা নিজেদের মতো করে বাসের ব্যবস্থা করছি।
তিনি জানান, দুটি ট্রেনের জন্য সিকিউরিটি ডিপোজিট হিসেবে ২২ লক্ষ টাকা জমা দিয়েছিল তৃণমূল। সোমবার চিঠি দিয়ে আইআরসিটিসি’র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ট্রেন দেওয়া সম্ভব নয়।