এবার রুপালি পর্দায় মহুয়া, সৃজিতের ছবিতে হাতেখড়ির গুঞ্জন! তাহলে কী রাজনীতি ছাড়ছেন

0
3

রাজনীতিতে মোস্ট স্টাইলিশ নেত্রী। সংসদের অলিন্দ্য থেকে কৃষ্ণনগরে নিজের কেন্দ্র- সব জায়গাতেই নজর কাড়ে তাঁর ফ্যাশন। সেই প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র (Mahuaa Moitra) এবার ফিল্মে! টলিপড়ায় তুমুল শোরগোল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukharjee) আগামী ছবিতে অভিনয় করবেন তিনি। অভিনয় থেকে রাজনৈতিক ময়দানে আসার তালিকা একেবারেই ছোটো না। হলি-বলি-টলি সব জায়গাতেই এই উদাহরণ ভুরি ভুরি। এবার সেই তালিকায় মহুয়া।

ঝকঝক চেহারা। বাংলা, হিন্দি, ইংরাজিতে চোস্ত কথা। স্লিম, স্ট্রেট চুলের উচ্চ শিক্ষিত মহুয়ার স্টাইল স্টেটমেন্ট সব সময়ই লাইমলাইটে থাকে। রাজনৈতিক মহলের তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক বাঁধলেও, তাঁর ফ্যাশন প্রশ্নাতীত। তিনি যে তাঁর আগের লোকসভা কেন্দ্র থেকেই এবার নির্বাচনে লড়বেন, সেটা একপ্রকার স্থির। কিন্তু তার মধ্যেই খবর, এবার সিনেজগতে ডেবিউ করতে চলেছেন তৃণমূল (TMC) নেত্রী মহুয়া মৈত্র (Mahuaa Moitra)।

সূত্রের খবর, হলিউড কোর্টরুম ড্রামা ‘টুয়েলভ অ্যাংরি মেন’-এর বাংলা ভার্সন আনছেন সৃজিত। সবকিছু যদি ঠিক থাকলে, আগামী জুন মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং। এর মাধ্যমেই না কি অভিনয়ে হাতেখড়ি হবে মহুয়ার। তিনি ছাড়াও এই ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মিত্রদের।