২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর এই ম্যাচে নামার আগে বড় ধাক্কা চেন্নাই শিবিরে। বাঁ-হাতের বুড়ো আঙ্গুলের চোটের কারণে প্রায় মে মাস পর্যন্ত খেলতে পারবেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে।জানা যাচ্ছে, এই চোট সারতে ডেভন কনওয়ের সময় লাগবে কমপক্ষে ৮ সপ্তাহ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলার সময় হাতে চোট পান কনওয়ে। দ্রুত এক্সরে করার জন্য মাঠ থেকে নিয়ে যাওয়া হয়ে তাঁকে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে যে, চিকিৎসকদের পরামর্শ নিয়ে একাধিক স্ক্যান করা হয়েছে কনওয়ের চোটের। তারপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পূর্ণ সুস্থ হতে তাঁর অন্তত আট সপ্তাহ সময় লাগবে। আট সপ্তাহ সময় লাগলে স্বভাবতই আইপিএলের প্রায় অনেকগুলো ম্যাচ খেলতে পারবেন না তিনি। আইপিএল শুরু হচ্ছে আগামী ২২ শে মার্চ থেকে। সুতরাং অর্ধেকের বেশি ম্যাচেই থাকছেন না কনওয়ে।
কনওয়ের না থাকাটা নিঃসন্দেহে ধোনির চেন্নাই শিবিরের জন্য বড় ক্ষতি। কারণ গত মরশুমে সিএসকে-র জার্সিতে ৬৭২ রান করেছিলেন কিউয়ি এই ওপেনার। গড় ৫১.৬৯। ১৬টি ম্যাচের মধ্যে হাফডজন হাফসেঞ্চুরি করেছিলেন কনওয়ে। স্ট্রাইক রেট ছিল ১৩৯.৭১। ফাইনালে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৫ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি।
আরও পড়ুন- সব থেকে কম বয়সে ছয় বলে ছয় ছক্কা, নজির গড়লেন এই ক্রিকেটার