অশালীন ভিডিও ফাঁস আরও এক বিজেপি সাংসদের, বাধ্য হলেন প্রার্থীপদ প্রত্যাহারে

0
2

দেশের একমাত্র দল যারা দীর্ঘদিন ধরে চমকেই বিশ্বাসী, এবার তাদের প্রার্থী তালিকা প্রকাশের পরই একাধিক রাজ্যে উঠছে সেই তালিকা নিয়ে নিজেদের অন্দরেই প্রশ্ন। অশালীনতার অভিযোগে আরও এক প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহার করাতে বাধ্য হল বিজেপি। এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাংসদ ও মধ্যপ্রদেশের বারাবাঁকির (Barabanki) প্রার্থী উপেন্দ্র সিং রাওয়াত। যদিও প্রার্থী পদ প্রত্যাহারের পর সাংসদ দাবি করেন অশালীন ভাইরাল ভিডিওটি ‘এডিটেড’ (edited)।

শনিবার লোকসভা ভোটের ১৯৫ জনের তালিকা প্রকাশ করা হয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এরপর পথ দেখিয়েছে বাংলা। আসানসোলের বিজেপি প্রার্থী ভোজপুরি শিল্পী পবন সিংয়ের অশালীন ভিডিও প্রকাশ করে বাংলার মহিলাদের প্রতি তাঁর মনোভাবের দিকটি তুলে ধরা হয়। এরপরই বিজেপি নেতৃত্বের চাপে প্রার্থীপদ প্রত্যাহার করেন পবন সিং। সোমবারও একইভাবে প্রার্থী পদ প্রত্যাহার হল মধ্যপ্রদেশের বারাবাঁকির প্রার্থী সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হওয়া ভিডিওতে একজন পুরুষকে একজন মহিলার সাথে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। পুরুষটিকে উপেন্দ্র সিং বলে দাবি করা হয়।

তবে প্রার্থী পদ প্রত্যাহারের পাশাপাশি উপেন্দ্র সিংয়ের দাবি ‘এডিটেড ভিডিও যা ভাইরাল হয়েছে তা DeepFake AI প্রযুক্তিতে তৈরি। যার জন্য আমি একটি এফআইআর দায়ের করেছি। বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে এর আবেদন জানিয়েছি যেন তিনি এর তদন্ত করেন। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি জনজীবনে কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।’