অষ্টম বারের সমন এড়ালেও ইডির মুখোমুখি হতে কবে রাজি তা জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ৪ মার্চ ইডির তলব এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। এবার তলব এড়ালেও সোমবার তিনি জানান, আগামী ১২ মার্চের পর ইডির প্রশ্নের উত্তর দিতে রাজি তিনি।
কেজরিওয়াল জানান, তিনি ইডির প্রশ্নের উত্তর দিতে তৈরি তবে ভার্চুয়ালি। ১২ মার্চের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হবেন। পাশাপাশি তিনি ইডির মুখোমুখি হতে রাজি হলেও, এই সমন ফের “বেআইনি” বলেও সরব হন কেজরিওয়াল। এ প্রসঙ্গে ইডি-র তরফে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে সশরীরে হাজিরা দিতেই হবে। ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত আম আদমি পার্টির দুই নেতা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং তিহাড় জেলে রওয়েছেন। অভিযোগ, দিল্লি সরকারের ২০২১-২২ সালের আবগারি নীতি বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা করে দিচ্ছিল। এই নীতি প্রণয়নের জন্য যাঁরা ঘুষ দিয়েছিলেন, তাঁদের সুবিধা করে দেওয়া হচ্ছিল। আপ সরকার সেই অভিযোগ অস্বীকার করে। তবে এই নীতি পরে খারিজ করা হয়।





































































































































