লোকসভা ভোটে লড়ার জল্পনায় জল ঢেলে দিলেন যুবরাজ

0
1

বিজেপি-তে যোগদান করেছেন যুবরাজ সিং! ২০১৯ সালে ২২ গজের ময়দান থেকে বিদায় নিয়েছিলেন যুবরাজ। তবে কখনও তাঁর মুখে রাজনীতির ময়দানে আসার আগ্রহ শোনা যায়নি। ফলে আচমকাই বিজেপি-তে যোগদান করায় কার্যত হতবাক অনুরাগীরা। যে গৌতম গম্ভীর, হরভজন সিংয়ের সঙ্গে একটা সময় ক্রিকেটের ড্রেসিং রুম শেয়ার করতেন, এবার রাজনৈতিক মঞ্চ ভাগ করে নেবেন যুবরাজ।
দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি। ইতিমধ্যেই গতবারের সংখ্যা টপকে ৩৭০টি আসন জেতার লক্ষ্যমাত্রা স্থির করেছে বিজেপি। আর এনডিএ জোটের টার্গেট ৪০০-পার।লক্ষ্যে পৌঁছতে ইতিমধ্যেই নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামাদের ভোটের ময়দানে নামানোর কথা ভাবছে পদ্ম শিবির। বিগত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বিজেপির হয়ে ভোটে লড়তে চলেছেন।

এমনকী কোন আসন থেকে যুবরাজ সিং লড়তে পারেন তারও নাম সামনে আসছিল বিভিন্ন সূত্র থেকে। বলিউড তারকা সানি দেওলের জায়গায় গুরুদাসপুর থেকে যুবরাজ সিং দাঁড়াতে পারেন বলে শোনা যাচ্ছিল।অবশেষে লোকসভা ভোটে দাঁড়ানোর জল্পনা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন দেশের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুবি।যুবরাজ জানিয়েছেন, ‘আমি গুরুদাসপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমার আবেগ বিভিন্ন ক্ষমতার লোকেদের সমর্থন করা এবং সাহায্য করা। আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতেও এটা করব।’