লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ফের বেকায়দায় বিজেপি (BJP)। এবার এক স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্টে উঠে এসেছে রাজ্যসভার (Rajyasabha) সাংসদদের ৩৩ শতাংশের বিরুদ্ধেই নাকি রয়েছে ফৌজদারি মামলা (Criminal Case)। সেই তলিকায় সবচেয়ে উপরে নাম উঠে এসেছে বিজেপি সাংসদদের। ঠিক তারপরই নাম রয়েছে কংগ্রেসের (Congress)। তাঁদের মিলিত সম্পত্তির পরিমাণ কমপক্ষে ২০ হাজার কোটি টাকা। পাশাপাশি রাজ্যসভার ওই অভিযুক্ত সাংসদদের ১৪ শতাংশের সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া। স্বেচ্ছাসেবী সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস্’-এর (ADR) এমন রিপোর্ট সামনে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছে।

সমীক্ষায় উঠে আসছে এদের মধ্যে দু’জন রাজ্যসভার সাংসদ আছেন, যাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা চলছে অর্থাৎ, তাঁরা খুনের আসামী। পাশাপাশি রাজ্যসভার চার সাংসদের বিরুদ্ধে হত্যার চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, মোট ২২৫ জন রাজ্যসভার সাংসদের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল। আর সমীক্ষার সেই ফল নিয়েই তৈরি হয়েছে রিপোর্ট। যেখানে বলা হয়েছে, ২২৫ জন সাংসদের মধ্যে ৭৫ জন সাংসদ জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মোকদ্দমা রয়েছে। যা শতাংশের হিসাবে ৩৩ শতাংশ। আর ৪০ জন সাংসদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের মামলা চলছে। যা মোট সাংসদ সংখ্যার ১৮ শতাংশ। তবে সমীক্ষায় রাজনৈতিক দলগুলি ধরে ধরে এমন হিসাব করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, বিজেপির রাজ্যসভা সাংসদদের মধ্যে ২৩ শতাংশের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। এরপরই রয়েছে কংগ্রেস। হাত শিবিরের ২৮ জন সাংসদের নামে ফৌজদারি মামলা চলছে। তৃণমূলের ১৩ সাংসদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যা প্রায় ৩৮ শতাংশ।
তবে এখানেই শেষ নয়, রিপোর্টে উঠে এসেছে সাংসদদের সম্পত্তির বিষয়টিও। তাতে দেখা যাচ্ছে, রাজ্যসভার ২২৫ জন সদস্যের সম্পত্তির মিলিত পরিমাণ ১৯ হাজার ৬০২ কোটি টাকা অর্থাৎ প্রত্যেক রাজ্যসভার সদস্যের গড় সম্পদের পরিমাণ ৮৭ কোটি ১২ লক্ষ টাকা করে। তাঁদের মধ্যে ৩১ জন সাংসদ অর্থাৎ, ১৪ শতাংশ বিলিয়নিয়ার।










































































































































