একশ দিনের কাজ প্রকল্পে কেন্দ্রের বকেয়া টাকা নিজ উদ্যোগে শ্রমিকদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। শুক্রবারের মধ্যেই রাজ্যের বেশিরভাগ শ্রমিকের ব্যাংক একাউন্টে এই প্রকল্পে তাদের বকেয়া টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কাজে আরো গতি আনতে আরও প্রায় ৭৪ কোটি টাকা বরাদ্দ করল রাজ্যের অর্থ দফতর। একশ দিনের কাজের বকেয়া মেটানোয় যেন কোনরকম অনিয়ম না হয় তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রীর। সেই মত সবার রাজ্যের ৩ হাজার ৩৩৯টি গ্রাম পঞ্চায়েতে জব কার্ড থাকা শ্রমিকদের নথিপত্র যাচাই করতে এবং তাদের সচেতনতা বৃদ্ধি করতে ওই অর্থ খরচ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এইজন্য ইতিমধ্যেই সব জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকার কিভাবে একশ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে তা তুলে ধরতে ব্যপক প্রচারেরও নির্দেশ দিয়েছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই তালিকা সম্বলিত ন্যূনতম ১০০টি হোর্ডিং লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। টাকা বিলি করার পর প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের উপভোক্তাদের নিয়ে সচেতনতামূলক বৈঠক করতে বলা হয়েছে। ১ মার্চ টাকা পাওয়ার পর ২ এবং ৩রা মার্চ গ্রাম পঞ্চায়েত স্তরে এই বৈঠকগুলি করতে হবে। যেখানে রাজ্য সরকারই যে একশ দিনের কাজের বকেয়া মজুরির পুরোটা মেটাচ্ছে সেকথা তুলে ধরা হবে। এছাড়া বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদেরও এই প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে। এসওপি-তে বলা হয়েছে, স্বনির্ভর গোষ্ঠাীর সদস্যদের দল তৈরি করে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অধীনে ১০০ দিনের কাজের শ্রমিকদের বাড়িতে প্রচারের জন্য পাঠাতে হবে ।
এছাড়া জেলায় জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল যায়গায় একশ দিনের কাজে রাজ্যের অবদানের কথা তুলে ধরে হোর্ডিং, ব্যানার,ফ্লেক্স লাগাতে নির্দেশ দেওয়া হয়েছে।গ্রাম পঞ্চায়েতের এলাকাগুলিতে মাইকিং ও লিফলেট বিলি করতে হবে। বর্ণময় ট্যাবলো তৈরি করেও প্রচার করা হবে। যেদিন টাকা দেওয়া হবে রাজ্য সরকারই যে তাদের বকেয়া টাকা দিচ্ছে এই মর্মে প্রত্যেক উপভোক্তাদের কাছে এসএমএস পাঠানো হবে। এছড়া সামাজিক মাধ্যমেও এর ঢালাও প্রচার করতে জেলা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- বিয়ে সম্পন্ন অনুপম- প্রস্মিতার, ছবি প্রকাশ্যে আনলেন গায়ক নিজেই