ডিজিটাল মাধ্যমে খবর দেখা আপনার নিত্যদিনের অভ্যাস? খবরের কাগজ না পড়তে পারলে ফেসবুকে খবর দেখেন? তাহলে আপনার জন্য দুঃসংবাদ। এবার ফেসবুক নিউজ ট্যাব (Facebook News Tab)নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মার্ক জুকারবার্গ ( Mark Zuckerberg )। সূত্রের খবর আগামী এপ্রিল মাস থেকে আর ফেসবুকে খবর দেখা যাবে না বলেই মেটার (META)তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেসবুকের বুকমার্ক বিভাগে একটি ডেডিকেটেড ট্যাব রয়েছে যা নিউজ স্পটলাইট করে। কিন্তু সেই সেগমেন্ট নাকি জনপ্রিয়তা হারাচ্ছে। তাই খবরের আপডেট আর মিলবে না ফেসবুকে। যদিও এই সিদ্ধান্ত ভারতের জন্য কার্যকরী নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া এই দুই দেশে ২০২৪ সালের এপ্রিল মাসে এই ট্যাব বন্ধ হয়ে যাবে। ফেসবুক ব্যবহারকারীদের সংবাদের প্রতি আগ্রহ হ্রাসের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে META। ক্যালিফোর্নিয়ার সংস্থা অবশ্য জানিয়েছে যে তাদের বিনিয়োগগুলিকে পণ্য এবং পরিষেবার সঙ্গে আরও ভালভাবে অ্যালাইন করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।