বিয়ে সম্পন্ন অনুপম- প্রস্মিতার, ছবি প্রকাশ্যে আনলেন গায়ক নিজেই

0
4

সোহাগে আদরে ভালোবাসার বন্ধনে এক হলেন অনুপম- প্রস্মিতা (Anupam Roy Prashmita Paul wedding )। শনিবারের সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নবদম্পতির ছবি। গোলাপি পাঞ্জাবিতে সাজলেন অনুপম। স্বামীর রঙেই ধরা দিলেন গায়িকা নববধূ। নতুন বউকে আলিঙ্গন করেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অনুপম।

ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের নিয়ে একসঙ্গে চলার শপথ নিলেন গায়ক গায়িকা। বিয়ের আসরের সাজসজ্জা থেকে অতিথি আপ্যায়নের মেনু সবেতেই ভরপুর ছিল বাঙালিয়ানা। উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, সৃজিত মুখোপাধ্যায়, প্রবুদ্ধ রাহা, অনুপম রায়ের ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন বিয়ে বাড়িতে। সুরের রঙে ভরে উঠুক অনুপম প্রস্মিতার দাম্পত্য, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তারকা যুগলের অনুরাগীরা।

আরও পড়ুন- মাদ্রাসায় ১২ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না