মোদির গ্যারান্টির ওয়ারেন্টি নেই! ভিডিও পোস্ট করে প্রমাণ অভিষেকের

0
1

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে নিজেই নিজের ঢাক পেটাতে ‘মোদি কি গ্যারান্টি’ বলে চিৎকার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু সেই Guarantee যে একেবারেই টেকসই নয়, নিজের এক্স হ্যান্ডলে দু মিনিটের ভিডিও পোস্ট করে তা প্রমাণ করে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

দুদিনের বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। আর সভা মঞ্চ থেকে তিনি নিশানা করেন বাংলার শাসকদলকে। বারবার বলেন মোদির গ্যারান্টির কথা। অথচ ২০১৪ থেকে ২৪- এই ১০ বছরে বিভিন্ন সময় যে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তার কোনটাই পালন করেননি নরেন্দ্র মোদি। প্রথমবার নির্বাচনে আগে মোদি বলেছিলেন, জিতলে সব ভারতীর অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দিয়ে দেবেন। দ্বিতীয়বারের প্রধানমন্ত্রীত্ব শেষ করে লোকসভা নির্বাচনের সামনে দাঁড়িয়েও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। তৃণমূল সংসদের পোস্ট করা ভিডিওতে অবশ্য দেখা যাচ্ছে মোদির মন্ত্রিসভার সেকেন্ডম্যান অমিত শাহ একটি সাক্ষাৎকারে বলছেন, “ওই টাকা যে পাওয়া যাবে না, সেটা মোদিও জানেন, আমিও জানি, বাকিরাও জানেন।” কী সাংঘাতিক জুমলা!

কর্মসংস্থানের কথা বলেছিলেন মোদি। অথচ রেকর্ড মাত্রায় বেড়েছে বেকারত্ব। প্রধানমন্ত্রী বলেছিলেন, কেউ খালি পেট ঘুমোতে যাবে না। অথচ বন্ধ করে দিয়েছেন বিনামূল্যের রেশন। কৃষকদের সম্মানের কথা বলেছিলেন মোদি। অথচ গত কয়েক বছরে ফসলের মূল্য না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বহু কৃষক।

নারীর সম্মানের কথা বলে স্লোগানও দিয়েছিল মোদি সরকার। অথচ দেশের জন্য পদকজয়ী মহিলা কুস্তিগীররা বিজেপি সংসদের হাতেই শ্লীলতাহানির শিকার।

দু মিনিটের ভিডিও-তে একদিকে মোদির মিথ্যে প্রতিশ্রুতি আর অন্যদিকে দেশের গরিব মানুষের বাস্তব অবস্থাটা তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মানুষের মাথার উপর ছাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। অথচ বাংলার আবাস যোজনার লক্ষ মানুষের টাকা দেয়নি কেন্দ্র। আদিবাসীদের সম্মানের কথা বলেন প্রধানমন্ত্রী। আর এদিকে বিজেপিশাসিত রাজ্যে বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ নেতা আদিবাসী যুবকের মুখে মূত্র ত্যাগ করতেও লজ্জা পাননি।

ঘটনা তুলে তুলে অভিষেক দেখিয়ে দিয়েছেন, মোদির প্রতিশ্রুতি আসলে ভাঁওতা। তাঁর গ্যারান্টি কোনও ওয়ারেন্টি নেই। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, সেটা করে দেখান। বাংলার কোণায় কোণায় যেখানে সমস্যার কথা মানুষ তাঁকে জানিয়েছে, তিনি সেখানেই সেই সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে কথা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন- ১০০ দিনের বকেয়া মেটানোর কাজে গতি আনতে আরও বরাদ্দ রাজ্যের