অশান্তিতে প্ররোচনার অভিযোগ! সন্দেশখালিকাণ্ডে পুলিশের জালে ISF নেত্রী

0
2

বিরোধীদের লাগাতার গাজোয়ারিতে অশান্ত হয়ে উঠেছে সন্দেশখালি (Sandeshkhali)। কিন্তু দোষীদের যে কোনওভাবেই রেয়াত করা হবে না তা আগেই জানিয়েছিল পুলিশ (Police)। এবার অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার (Arrest) করা হল আইএসএফ (ISF)-এর রাজ্য কমিটির সদস্য জুবি সাহাকে (Jubi Saha)। শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। এদিন সকালে নিউটাউন (Newtown) থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর গ্রেফতারের পর তাঁকে সন্দেশখালি নিয়ে গিয়েছে পুলিশ। সন্দেশখালিকাণ্ডে তৎপর রাজ্য পুলিশ। ইতিমধ্যে, ঘটনায় যারা দোষী তাদের ইতিমধ্যে গ্রেফতার করে ‘রাজধর্ম’ পালন করেছে পুলিশ। শুক্রবার সাতসকালে হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল আইএসএফ নেত্রীকে।

সূত্রের খবর, বৃহস্পতিবার নিউটানে সতীর্থ নাতাশা খানের বাড়িতেই ছিলেন জুবি। রাতেই সেখানে পৌঁছে যায় নিউটাউন থানার পুলিশ। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলার পর রাতভর ফ্ল্যাটটি ঘিরে রাখে পুলিশ। এরপর শুক্রবার সকালেই অ্যারেস্ট মেমো দেখিয়ে গ্রেফতার করা হয় জুবিকে। তবে এই প্রথম নয়, এর আগে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার করা হয় আয়েশা বিবি নামে আরেক আইএসএফ কর্মীকে।