প্রধানমন্ত্রী রাজ্যে এলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করাই সৌজন্য। শুক্রবার সন্ধেয় রাজভবনে গিয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করার পর একথাই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি যে বাংলার ন্যায্য পাওনা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, সে কথাও সূক্ষ্ণভাবে জানিয়ে দেন মমতা। তবে, জনসভা থেকে রাজ্যে শাসকদলকে মোদি যে আক্রমণ করেছেন তার জবাব দলীয়ভাবে দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
দুদিনের সফরে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। এদিন, বিকেলে আরামবাগের সভা থেকে রাজ্যের শাসকদলকে নিশানা করেন মোদি। সন্দেশখালি (Sandeshkhali) থেকে শুরু করে বিভিন ইস্যুতে ইঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে। অথচ বাংলায় যে কেন্দ্রীয় প্রকল্পের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত- তা নিয়ে কোনও শব্দ খরচ করেননি তিনি। এরপরেই রাজভবনে (Rajbhavan) ফিরলে গিয়ে দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈঠক সেরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ। প্রোটোকল মেনেই তিনি এসেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বাংলার যা কথা তা বলেছি। এদিন রাজভবনে ঢোকার সময় মুখ্যমন্ত্রী হাতে বেশ কয়েকটি ফাইল ছিল।
জনসভা থেকে মোদি যে তৃণমূলকে আক্রমণ করেছেন তার জবাব দল দেবে। রাজনৈতিকভাবেই তার জবাব দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এদিন রাজভবনে রাজনীতির কথা তিনি বলতে আসেননি বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্য উপহার স্বরূপ বাংলার মিষ্টি নিয়ে গিয়েছিলেন বলেও জানান মমতা।