উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার বামনপুকুর এলাকা থেকে গত রাতে গ্রেফতার করা হয় সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে। এরপর বৃহস্পতিবার কাকভোরেই তাকে সোজা নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতের। কোর্টের কার্যক্রম শুরু হওয়ার আগে লকআপে রাখা হয় তাকে। সকাল সোয়া দশটা নাগাদ পুলিশি ঘেরাটোপে শাহজাহানকে এজলাসে নিয়ে আসা হয়। সাদা কুর্তা, পাজামা, জওহর কোট, পায়ে সাদা স্নিকার্স পরিহিত শাহজাহান একটি শব্দও উচ্চারণ করেননি।
বসিরহাট মহকুমা আদালতে শাহজাহানকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় পুলিশ। তবে বিচারক আপাতত ১০ দিন পুলিশ হেফাজত দেন। বৃহস্পতিবার সকালে শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে মিনাখাঁ থানার পুলিশ। শেখ শাহজাহানের বিরুদ্ধে ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/১৮৬/৩৫৩/৩২৩/৪২৭/৩৭০/৫০৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। ন্যাজাট থানায় মোট ১১টি ধারায় মামলার রুজু করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় পুলিশ।

আদালত থেকে বের করে শাহজাহানকে কোথায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করে পুলিশ।
আরও পড়ুন – সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা অভিনেত্রীর!







































































































































