ইডি যা পারেনি রাজ্য পুলিশ তা করে দেখালো। সন্দেশখালি কাণ্ডে অনেক টালবাহানার পর অবশেষে ৫৬ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত শাহজাহান শেখ। মিনাখাঁ থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। শাহজাহানের গ্রেফতারির পর বৃহস্পতিবার সকাল ৯ টায় মিনাখাঁ থানায় সাংবাদিক বৈঠক করলেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার।

এডিজি জানান, মিনাখাঁ থানার বামনপুকুর থেকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। গ্রেফতারে আইনি বাধা ছিল, গ্রেফতারে আইনি বাধ্যবাধকতা ছিল। পাশাপাশি সুপ্রতিম সরকার প্রশ্ন তোলেন, ইডি গ্রেফতার করল না কেন? তাদের তো কোনও বাধা ছিল না!কোথায় লুকিয়েছিল শাহজাহান? এই প্রশ্নের উত্তরে সুপ্রতিম সরকার বললেন, “তদন্তের স্বার্থে আমরা এই বিষয়টি জানাতে চাইছি না। যা বলার আদালতকে বলব।”সন্দেশখালিতে যাঁরা আসছেন, বিশেষ করে জনপ্রতিনিধি তাঁদের আরও দায়িত্বশীল হওয়ার আর্জি জানান সুপ্রতিম সরকার। তাঁর ইঙ্গিত ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। এডিজি বলেন, এমন কিছু করবেন না, যাতে এলাকায় বিভেদ সৃষ্টি হয়। ধর্ম, জাতি নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করা থেকে তাঁরা যেন বিরত থাকেন। এমন কিছু জনপ্রতিনিধি এমন কিছু মন্তব্য করেছেন, যা দুর্ভাগ্যজনক। পুলিশ নিজেদের কর্তব্য পালন করছে।







































































































































