সাউথ পয়েন্ট স্কুলের আর্থিক অনিয়ম, ট্রাস্টি থেকে সরলেন কৃষ্ণ দামানি

0
2

সাউথ পয়েন্ট স্কুল এবং সাউথ পয়েন্ট হাই স্কুলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে বেশ কয়েক মাস আগে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এই ঘটনায় মূল অভিযুক্ত এবং সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটির অন্যতম ট্রাস্টি কৃষ্ণ দামানিকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ ট্রাস্ট স্কুল এবং সমাজের স্বার্থে অন্যায় বন্ধ করার জন্য পুনর্গঠন করা হয়েছে।

ট্রাস্টি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রখ্যাত পদার্থবিজ্ঞানী এবং লেখক পার্থ ঘোষ, প্রাক্তন আমলা এবং কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান সুতীর্থ ভট্টাচার্য এবং এমপি বিড়লা গ্রুপের প্রদীপ টন্ডনকে। এমপি বিড়লা গ্রুপের আইনজীবী দেবাঞ্জন মন্ডল বলেন,এমপি বিড়লা গ্রুপ সাউথ পয়েন্টের ঐতিহ্য বজায় রেখে আরও উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে।